হাবিবুল বারি হাবিব : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসীল অনুযায়ী তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর । এরই মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে । তবে দলীয় মনোনয়ন পেতে এখনো মাঠ চোষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীরা । তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে দৌড়ে রয়েছেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: রিজভি আলম রানা । ইতিপূর্বে বিভিন্ন সময়ে করোনা মহামারী ও বন্যা সহ বিভিন্ন ভাবে পাঁকা ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন । বর্তমানে অনুন্নত ও পিছিয়ে পড়া পাঁকা ইউনিয়নকে উন্নত ও ডিজিটাল রূপ দিতে নৌকার মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চাচ্ছেন তরুন এই ছাত্রনেতা । তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন একটি বন্যাকবলিত ও পিছিয়ে থাকা এলাকা । বিভিন্ন সময়ে এই ইউনিয়নে চেয়ারম্যানদের পরিবর্তন হলেও, এই ইউনিয়নের অসহায় মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছেনা । আমি এই ইউনিয়নকে নিয়ে নতুন এক স্বপ্ন দেখছি এবং তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে জনপ্রতিনিধিত্ব করতে চাই । এসময় পাঁকা ইউনিয়নের সর্বস্তরের জনগনের দোয়া ও সর্বাত্মক সহযোগীতাও কামনা করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী এই ছাত্রনেতা।
পাঁকা ইউনিয়নে নৌকার মাঝি হতে চান তরুন নেতা রিজভি আলম রানা
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 22 October 2021, সময় : 1:58 AM
আপনার মতামত দিন :