হাবিবুল বারি হাবিব : দেশব্যাপী চলছে টানা ১৪ দিনের কঠোর লকডাউন । ঈদুল আযহা পরবর্তী গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউন চলবে আগামী ৫ আগষ্ট পর্যন্ত । এদিকে ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার চেষ্টাসহ বিভিন্ন কারনে বাইরে বের হওয়ার প্রবণতাও যেন বেড়েছে । চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পড়েছে একই প্রভাব । লোকজনকে স্বাস্থ্যবীধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন । উপজেলার বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, বিনোদনকেন্দ্র ও জনসমাগমস্থলে প্রতিনিয়তই চলছে প্রশাসনের কঠোর নজরদারি । হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও । সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহলও অব্যাহত রয়েছে শিবগঞ্জের বিভিন্ন জায়গায় । বিশেষ করে উপজেলার কানসাট আমবাজারে স্থানীয় প্রশাসনের রয়েছে বিশেষ তদারকি । এবিষয়ে জানতে চাইলে শিবগঞ্জে দায়িত্বরত সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র্য জানান, সরকার নির্দেশিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবীধি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর । শিবগঞ্জ অত্যন্ত জনবহুল একটি উপজেলা, এরপরও প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি মানুষকে ঘরে রাখতে । হাট-বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলে আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে ।
শিবগঞ্জে লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 26 July 2021, সময় : 9:43 AM
আপনার মতামত দিন :