হাবিবুল বারি হাবিব : রাজশাহীর গোদাগাড়িতে গোপনে চলতে থাকা চোলাই মদের কারখানা থেকে মদ তৈরির সরঞ্জাম ও মদ সহ ২ জন মদ ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব । শনিবার ২৪ জুলাই ২০২১ সকালে গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাট্টা গুছিড়া গ্রামের মাসিরা পুকুরের পাশের পরিত্যক্ত জঙ্গলের ভিতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
র্যাব ৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন থেকে জঙ্গলের মধ্যে চোলাই মদের কারখানা চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার এসপি জিএম আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালায় এবং হাতেনাতে শীর্ষ বাজারজাত কারী ২ মাদক ব্যবসায়ীকে আটক করে । এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মদ তাসমিনা খাতুন । এ বিষয়ে গোদাগাড়ি থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে বলেও জানায় র্যাব ।
এসময় অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আটককৃতরা হলো, মোহনপুর ইউনিয়নের দরগা হঠাৎপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৮) ও মোহাম্মদ ইয়াসিনের ছেলে মো. হান্নান আলী (৪৫)। র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ।