আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে ইমামদের সাথে জেলা প্রশাসনের সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে মসজিদের ইমামদের সাথে মতবিনিময় ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত দুটি সভায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, ভিক্ষার কুফল তুলে ধরে, আত্মসম্মানবোধ জাগ্রত করে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে ইমাম সাহেবগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে আমি আশা রাখি। তিনি আসন্ন মুজিববর্ষকে সফল করতে সকলকে কাজ করার আহŸান জানান। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ক্ষণগণনা চলছে। এই এক বছর আমরা মানুষের কল্যাণে কাজ করে জাতির পিতাকে শ্রদ্ধা জানাব জেলাবাসীর পক্ষ থেকে। সভায় নিরাপদ খাদ্য, মানসম্মত শিক্ষা, নদী রক্ষা, ব্যবসায়ী লাইসেন্স, হাসপাতালের পরিবেশ, নিরাপদ সড়ক, হর্টিকালচার সেন্টারের প্রায় ২ কিলোমিটার জলাশয় সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, পৌর সভার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মতিন, জেলা পানি উন্নয়ন বোর্ড, প্রকৌশলী ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :