আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতালের উদ্যোগে গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে । রবিবার ১৯ জানুয়ারী ২০২০ বিকেল ৩:৩০ টায় শিবগঞ্জ আদর্শ হাসপাতাল ভবনে আদর্শ হাসপাতালের নির্বাহী পরিচালক মো: বাবর আলীর সভাপতিত্বে ও মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম রানার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: সায়রা খান মেবিন । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখার ইউনিট অফিসার মো: কামাল উদ্দীন ও শিবগঞ্জ আদর্শ হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ । এ ছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় একশত গরীব ও শীতার্তদের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন অতিথিবৃন্দ । শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি বলেন, শিবগঞ্জ আদর্শ হাসপাতালের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই, এভাবে স্থানীয় অন্যান্য ক্লিনিক ও হাসপাতাল গুলো গরীব ও অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসলে সবাই আরো উপকৃত হতো । সভাপতির বক্তব্যে মো: বাবর আলী বলেন, আমাদের এই হাসপাতালের শ্লোগান হচ্ছে “টাকার অভাবে চিকিৎসা হবেনা, তা হবেনা তা হবেনা”, এবং আমাদের এই হাসপাতাল শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়নি, জনগনের সেবা করাও আমাদের লক্ষ্য । অতএব গরীব ও শীতার্ত সহ বিভিন্ন সুবিধাবঞ্চিত ও অসহায়দের সহযোগিতায় আমরা সর্বদাই আছি এবং থাকবো ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :