আজ শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ «» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

ভোটারদের দ্বারে দ্বারে শিবগঞ্জ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম আজম

হাবিবুল বারি হাবিব : আগামী ৩১ মার্চ ২০২১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে চলমান পৌরসভা নির্বাচনের ৪র্থ ধাপে ভোট হয়েছে এই পৌরসভায়। কিন্তু নিয়মিত নির্বাচনে মনোনয়ন দাখিলের পর শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দ্দানা এলাকার কাউন্সিলর প্রার্থী মরহুম আব্দুস সালাম মৃত্যুবরণ করলে এই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করা হয়। ইতিমধ্যেই পুন:রায় মনোনয়ন দাখিল ও প্রতীক বরাদ্দের পরপরই স্ব স্ব প্রতীকের প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তেমনিভাবে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন মো: গোলাম আজম । দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারেই যেন ভোট চেয়ে সময় কাটাচ্ছেন তিনি। ভোটের মাঠে যেন জনগনের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নতুন এই কাউন্সিলর প্রার্থী। প্রচারণাকালে প্রার্থী মো: গোলাম আজম বলেন, ৯ নম্বর ওয়ার্ড শিবগঞ্জ পৌরসভার একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ধনী-গরীব ও খেটে খাওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস এই এলাকায়। এলাকার জনগনের ভালোবাসা ও উৎসাহ নিয়েই ভোটের মাঠে নেমেছিলাম। এখন মাঠে নেমে লক্ষ্য করছি তাদের ভালোবাসা ও উৎসাহ যেন আরো অনেকটাই বেড়ে গেছে। ভোটের মাঠে শেষ পর্যন্ত থেকে ভোটারদের ভোটে বিজয়ী হয়ে তাদের ভালোবাসার নুন্যতম প্রতিদান হিসেবে জনগনের সেবা করব এটাই আমার প্রত্যাশা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :