নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় নিউজ পোর্টাল নাচোল নিউজের আজ ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার নাচোল স্বপ্ন পল্লী পার্কের হল রুমে নাচোল নিউজ পরিবারের আয়োজনে ও নাচোল প্রেস ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে নিউজ পোর্টালটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনাসভা, কেক কর্তন করা হয়। নাচোল নিউজের সম্পাদক ও প্রকাশক হাবিবুল্লাহ সিপনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, গোলাবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ গাজিউল আলম, নাচোল নিউজের উপদেষ্ঠা ও বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, ফতেপুর ইউপির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম নাচোল প্রেস ক্লাবের সভাপতি ও নাচোল নিউজের উপ-সম্পাদক অলিউল হক ডলার, নির্বাহী সম্পাদক জারিফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুল বারি হাবিব, বার্তা সম্পাদক রুবেল আহম্মেদ ও ইসমাইল হোসেন। এছাড়া নাচোল নিউজের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিদিবৃন্দ ,পাঠকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, “এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে যতটা না ভেবে ছিলাম সুন্দর এসে দেখি তার চাইতে সুন্দর। আমি সত্যিই অভিভূত।“সত্যের সন্ধানে এক ঝাঁক তরুন” বাস্তবতাই আমি তাই দেখলাম। তরুন সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ বির্নিমানে। সমাজের অনেক ব্যাধি আছে সেগুলো দুর করার ব্যবস্থা করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করতে হবে। এই নিউজ পোর্টাল এর মাধ্যেমে নাচোলকে সমগ্র বাংলাদেশ চিনতে পারে সেই ব্যবস্থা নিতে। আমার জানামতে নাচোল নামে কোন জায়গা নেই তাই এক নামে নাচোল কে যেন চিনে সেই দায়িত্ব নাচোল নিউজকে নিতে হবে। আলোচনা শেষে নাচোল নিউজ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রধান অতিথি খাদিজা বেগম ও নাচোল নিউজের প্রকাশক হাবিবুল্লাহ সিপন কেক কেটে একে অপরের মুখে তুলে দেন। পরে অন্যান্য অতিথিদের কেক তুলে দেওয়া হয়। দুপুরে ভোজ শেষে নাচোল গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশ করে দর্শক শ্রোতাদের সুরের মূর্ছনায় ভাসিয়ে দেন শিল্পী অলিউল হক ডলার, এনামুল হক, আব্দুস সামাদ, হায়দার, বৃষ্টি, তানিয়া। কিবোর্ডে ছিলেন গীতাঞ্জলির পরিচালক ডলার, অক্টোপ্যাডে আবুল হায়াত, তবলায় এনামুল হক। সাউন্ড ব্যবস্থায় ছিলেন হায়দার সাউন্ড সিস্টেম,নাচোল বাজার ।
নাচোল নিউজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বার্ষিক বনভোজন
সংবাদ ক্যাটাগরি : অন্যান্য || প্রকাশের তারিখ: 20 February 2021, সময় : 7:50 PM
আপনার মতামত দিন :