নিউজ ডেস্ক : নৈতিক ডেভেলপমেন্ট লিমিটেড, আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সেবামূলক সেচ্ছেসেবী অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান । জেলার শিবগঞ্জ পৌরসভা এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয় সহ শিবগঞ্জ উপজেলায় মোট ৮ টি শাখা ছিল । এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় ৯ম শাখা উদ্বোধনের সাথে সাথে উপজেলার গন্ডি পেরিয়ে জেলায় বিস্তৃত হলো স্বেচ্ছাসেবী এই সংগঠনটি । শুক্রবার ৫ই ফেব্রুয়ারি ২০২১ বিকেল ৩ টায় সদর উপজেলার চর বাগডাঙ্গা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার নিচতলায় নতুন এই শাখার উদ্বোধন করা হয় । নৈতিক ডেভেলপমেন্ট লিমিটেড এর শ্যামপুর শাখার ব্যবস্থাপক নাহিদ আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিক ডেভেলপমেন্ট লিমিটেড এর নির্বাহী পরিচালক রাসেল আহমেদ । এছাড়াও চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাসেল আহমেদ বলেন, সংগঠন প্রতিষ্ঠার গত ২ বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জুড়ে নৈতিক ডেভেলপমেন্ট লিমিটেড এর ৮ টি শাখা নিয়ে আমরা বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছিলাম । এবার ৯ম এই শাখা উদ্বোধনের মাধ্যমে আমরা উপজেলার গন্ডি পেরিয়ে জেলা সদরে প্রবেশ করলাম । এসময় সংগঠনের সার্বিক উন্নতি কামনায় সকলের দোয়াও কামনা করেন তিনি ।
চাঁপাইনবাবগঞ্জে নৈতিক ডেভেলপমেন্ট লিমিটেড এর নতুন শাখার উদ্বোধন
সংবাদ ক্যাটাগরি : সংগঠন || প্রকাশের তারিখ: 6 February 2021, সময় : 3:10 PM
আপনার মতামত দিন :