আজ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় নৌকার বিদ্রোহী প্রার্থী মতিউর বিজয়ী

ডেস্ক রিপোর্ট : সুষ্ঠ, শান্তিপূর্ণ ও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে রহনপুর পৌরসভা নির্বাচন। মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের থেকে ৫৬৫ ভোট বেশি বেশি পেয়ে নির্বাচিত হন মতি । শনিবার ৩০ জানুয়ারী ২০২১ রাত সোয়া ১০টায় রহনপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, সতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতি চামচ প্রতীকে ৭হাজার ৬২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৬২ ভোট । এছাড়াও বিএনপির ধানের শীষের প্রার্থী তারিক আহমেদ ২ হাজার ৮৮০ ভোট এবং বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকে আশরাফুল ইসলাম ৩ হাজার ২০৫ ভোট ও নারিকেল গাছ প্রতীকে ডা. মফিজ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৭৬ ভোট । এছাড়াও আরেক সতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী মোবাইল প্রতীকে ৮৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী ডা. জোহানা খাতুন ফ্রেডিক ডাব প্রতীকে পেয়েছেন ৫০ ভোট । এর আগে রাত সাড়ে আটটার দিকে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সর্মথকদের উত্তেজনার প্রেক্ষিতে দেড় ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রাখে নির্বাচন অফিস।

নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রহনপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৮৪ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৯১৩ জন। শনিবার ১১টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে পুরো এলাকা জুড়েই ছিল উৎসব মুখর পরিবেশ। উল্লেখ্য, শুরু থেকেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করে আসছিলেন নৌকার বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :