হাবিবুল বারি হাবিব : আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে চলমান পৌরসভা নির্বাচনের ৪র্থ ধাপে ভোট হবে এই পৌরসভায়। ইতিমধ্যেই মনোনয়ন দাখিল ও প্রতীক বরাদ্দের পর পর স্ব স্ব প্রতীকের প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তেমনিভাবে শিবগঞ্জ পৌরসভায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। দিন-রাত সারাক্ষণ যেন ভোটারদের সাক্ষাতেই কাটাচ্ছেন তিনি। মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম সহ বিভিন্ন নেতা ও কর্মীরাও নৌকার প্রচারণায় সরব রয়েছেন ভোটের মাঠে। এদিকে ভোটারদের সাড়া ও ভালোবাসা বিবেচনায় নিজেদের বিজয় সুনিশ্চিত বলে জানান নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
শিবগঞ্জ পৌরসভায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রার্থী মনিরুল
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 30 January 2021, সময় : 1:51 PM
আপনার মতামত দিন :