নিউজ ডেস্ক : পঞ্চগড় সদর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইষ্ট ওয়েষ্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহযোগী সংগঠন শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়নের গোয়াল পাড়া এলাকায় চার শতাধিক হতদরিদ্র দুস্থ ও অসহায়দের ইষ্ট ওয়েষ্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পৃষ্টপোষকতায় এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রভাষক আব্দুর রহিম এর সহযোগিতায় এসময় শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ইষ্ট ওয়েষ্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহযোগী সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, ভাইস প্রিনসিপাল রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহামুদ ওল্লা, কষাদক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সদস্য সম্রাট জাহাঙ্গীর, শিবলী সাদিক, আব্দুল মোমেন প্রমুখ।