নিউজ ডেস্ক : চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ আইডিয়ায়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ) এর উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ৬ জানুয়ারি ২০২০ বিকেলে জেলার নাচোল উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে বিসিফ এর সহ-সভাপতি মো: বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আল গালিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী অফিসার ও ব্যবস্থাপক, নাচোল পল্লী সঞ্চয়ী ব্যাংক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রোগ্রাম অফিসার মো: আতিকুর রহমান মানিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ) সর্বদায় দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবাই সব ধরনের সহযোগীতা নিয়ে পাশেই থাকে বিসিফ। এছাড়াও মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড সহ মাদক নিরাময়ে বিভিন্ন পরামর্শ ও কার্যকরী ভূমিকা পালনে বিসিফ অগ্রনী ভূমিকা পালন করে থাকে। এসময় ২৫০ জন অসহায় ও দরিদ্র বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিফ এর শীতবস্ত্র বিতরন
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 6 January 2021, সময় : 6:50 PM
আপনার মতামত দিন :