ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী নামে খ্যাত হলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলছে বিশাল বরই বাজার। উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর বজুমোড়ে অবস্থিত বরই বাজার থেকে প্রতিদিনই রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট ও বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে বিভিন্ন জাতের বরই। প্রায় ৪ বছর যাবৎ প্রতিবছর বরই মৌসুমে এখানে বসে এই বরই বাজার। নভেম্বর/ডিসেম্বর থেকে শুরু হয়ে এই বাজার চলমান থাকে আড়াই থেকে তিন মাস। বর্তমানে এখানে বলসুন্দরী, থাই, বেবীসুন্দরী ও খাচ্চড় নামক বরই বিক্রয় হয়। শিবগঞ্জের এই বরই বাজারে বরই বিক্রি হচ্ছে প্রতি ক্যারেট ৬৫০ থেকে ৭৫০ টাকা দরে। উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আলমগীর হোসেন জানান, এলাকার আশেপাশে অনেকগুলো বরই বাগান তৈরি হলেও তা রপ্তানি ও বাজারজাত করার জন্য তেমন ব্যবস্থা না থাকায় আমরা স্থানীয় কয়েকজন মিলে এখানে বরই বাজার তৈরি করেছি। তবে স্থানীয় এই বরই বাজার থেকে কর আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন ক্রেতা বা বিক্রেতার নিকট থেকে কোন প্রকার কর আদায় করা হয়না। ক্রেতা ও বিক্রেতারা নিজেরা এসে বরই ক্রয়-বিক্রয় করে চলে যায়। দাইপুকুরিয়া ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বরই ব্যবসায়ী রফিকুল ইসলামও একই কথা জানান । শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান বলেন, এবছর উপজেলায় মোট ৩৭০ হেক্টর জমিতে বরই চাষ হয়েছে, যা গতবছরের তুলনায় ২০ হেক্টর বেশি ।
শিবগঞ্জে চলছে বিশাল বরই বাজার
সংবাদ ক্যাটাগরি : অর্থনীতি || প্রকাশের তারিখ: 12 January 2020, সময় : 7:59 PM
আপনার মতামত দিন :
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
প্রকাশক ও সম্পাদক : হাবিবুল বারি হাবিব
ঠিকানা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
ই-মেইল : prithibisangbad@gmail.com
যোগাযোগ : 01712916222
©২০২০ স্বত্বাধিকারী কর্তৃক PrithiSangbad.com এর সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।