ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকের ঢাকনার নিচে রডের বদলে বাঁশের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। রোববার নবনির্মিত ভবনের পূর্ব ও দক্ষিন পাশে তৈরি করা সেফটি ট্যাংকের ঢাকনার নিচে রডের বদলে বাঁশ লাগানোর সময় বিষয়টি পৌর কাউন্সিলর ও কর্মচারীসহ উপস্থিত জনসাধারনের চোখে পড়ে। সেখানে উপস্থিত জনপ্রতিনিধিরা সেফটি ট্যাংকের ঢাকনা খুলতেই পুরাতন বাঁশের বাতা দেখতে পায়। ঢাকনা লাগাতেই সেখানে বাঁশের বাতা ব্যাবহার করা হয়। এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহমদ জানান,তিনি নিজে ও সংশ্লিষ্ট ঠিকাদারের অজান্তে মিস্ত্রিরা কাজটি করে থাকতে পারে। তবে বিষয়টির দ্রুত সুরাহা করা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রডের বদলে বাঁশ
সংবাদ ক্যাটাগরি : বৈচিত্র || প্রকাশের তারিখ: 22 November 2020, সময় : 10:37 AM
আপনার মতামত দিন :