নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ে কাঠের রংয়ের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার ১৬ নভেম্বর ২০২০ দুপুরে শিবগঞ্জ ইসরাইল মোড়ে অভিযান চালিয়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা অনুযায়ী আলমগীর হোসেনের রঙের প্রতিষ্ঠানকে ২ হাজার ও নাজমুল হকের রঙের প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা । জানা গেছে, ভেজাল দ্রব্য দিয়ে কাঠে রং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ইসরাইল মোড়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত । পরে তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
শিবগঞ্জে ২ টি রঙের প্রতিষ্ঠানকে জরিমানা
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 16 November 2020, সময় : 5:07 PM
আপনার মতামত দিন :