আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫২ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়নের পাঠানপাড়ার নাজমা বেগম ও শাহাবুদ্দিনের ছেলে সোহাগ (২৪), একই এলাকার মোছা. মিলি বেগম ও মৃত কালু খাঁর ছেলে আরিফ (৩০), শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানী পাড়ার ঘাট এলাকার মৃত লালমুন ও মৃত আব্দুস সালামের ছেলে সৈবুর (৩৫), পলাতক আরেক আসামী হচ্ছে, একই এলাকার মকবুল হোসেনের ছেলে গোলাপ (৩০)।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ১ নং ধমিহায়াতপুর ঘাইসাপাড়ার ইসমাইলের বাড়ির সামনের রাস্তা থেকে ৫২ হাজার টাকা মূল্যের ৫২ বোতল ফেনসিডিলসহ সৈবুরকে গ্রেপ্তার করা হয়। আর গোলাপ পালিয়ে যায়।

অপর আরেক অভিযানে ৬ নং রাণীহাটি ইউনিয়নের ধুমি হায়াতপুর তালতলা মোড়ের শাকিলের কসমেটিক্স দোকানের সামনে থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ আরিফ ও সোহাগকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানটি ২৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টার দিকে পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক আরও জানান, পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে উপ-পরিদর্শক আসাদুর রহমান, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান দুটি চালায়। এ দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে থানায় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :