আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে নিজ নামীয় জমিতে গাছ কেটে ফেলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ নামীয় জমিতে জোরপূর্বক নিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে । শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙ্গা গ্রামের মৃত তাসরুদ্দিন পন্ডিতের ছেলে আমিনুল ইসলাম মাস্টার এই মর্মে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ সূত্রে তিনি বলেন, প্রায় ৩৭ বছর আগে আমি জমি কিনে নেয়ার পর ৩৫ বছর থেকে এখানে বাড়ি করে বসবাস করে আসছি । এই জমির মালিকানার প্রয়োজনীয় সকল কাগজপত্র আমাদের নামে থাকার পরেও গত ১৮ সেপ্টেম্বর বিকেলে হঠাত কালুপুরের মোকবুল হোসেন, বাসিরুল ইসলাম, সেরিনা বেগম, শ্রী বিরেন, আব্দুর রাকিব ও মাসুদ রানা নামক লোকজন এসে নিজেদের জমি দাবী করে আমার জমিতে থাকা ১০ হাজার টাকা মূল্যের একটি নিম গাছ কেটে ফেলে । আমরা এই মর্মে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি । আমরা এর সুষ্ঠু বিচার চাই । এছাড়াও বিভিন্ন সময়ে অত্র জমিতে থাকা পেঁপে গাছ, ছোট আমগাছ ও মেহেদী গাছ সহ বিভিন্ন গাছ কেটে ফেলার অভিযোগও করেন তিনি । তবে এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাকিব এর ভাই আব্দুর রাজিব রাজু (চেয়ারম্যান) জানান, গাছ কাটার বিষয়টি মিথ্যা । ঐ জমি নিয়ে এর আগে আমরা ২ বার আমাদের পক্ষে আদালতের রায় পেয়েছি । এরপরও আমিনুল ইসলাম বার বার এভাবে অভিযোগ দায়ের করে হয়রানি করার চেষ্টা করছেন । অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদা খাতুন জানান, অভিযোগটি আমি গতকাল হাতে পেয়েছি, তদন্তে যাব, এরপর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :