আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

অবশেষে বাংলাদেশে ঢুকলো ভারতের পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট : অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ভারতের পেঁয়াজভর্তি ট্রাক। ভারত সরকারের অনুমতির প্রেক্ষিতে শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ শুরু করে পেঁয়াজবাহী ট্রাক। তবে কয়েকদিনের গরমে আটকে থাকা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ জানিয়েছেন আমদানিকারকরা।

শনিবার বেলা ১১ টার সোনামসজিদ বন্দর দিয়ে প্রথম ট্রাকটি ঢোকে। আর দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক আসতে শুরু করে। এ সময় বন্দরে প্রবেশের অপেক্ষায় দেখা যায় দুইশত শতাধিক ট্রাক।

গত ১৩ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে করে দেশের স্থল বন্দরগুলোর ওপারে আটকে পড়ে শত শত পেঁয়াজবাহী ট্রাক। তবে তার একদিন পরই আগের এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় দেশটি।

শক্রবার রাতে আটকে থাকা পেঁয়াজ রপ্তানিতে বন্দর ও কাস্টমসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে শনিবার সকালে প্রথম ট্রাক প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দিয়ে দুপুর পর্যন্ত ঢুকেছে ৭টি পেঁয়াজবাহী ট্রাক। প্রবেশের অপেক্ষায় আছে আরো আড়াইশো ট্রাক।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুপুর একটা থেকে শুরু হয় পেঁয়াজবাহী ট্রাকের প্রবেশ। ২৫ ট্রাকে মোট ৬২৫ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তবে এসব পেঁয়াজের অর্ধেকই পচে গেছে।

এদিকে বেনাপোল ও হিলি স্থল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে কয়েকশত পেঁয়াজবাহী ট্রাক। বন্দরগুলো দিয়ে পেঁয়াজ ঢোকার সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানান আমদানিকারকরা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :