ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার ১২ আগষ্ট ২০২০ বিকেল ৪ টায় শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা এর নেতৃত্বে ও শিবগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজার এলাকার একটি খাবার হোটেল ও হার্ডওয়্যারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় ছত্রাজিতপুর বাজারের আব্দুর রশিদের ছেলে সোহেল রানার হোটেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নিবন্ধন না থাকা এবং খাদ্যসামগ্রী খোলা রাখা সহ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তা তৈরি ও সংরক্ষনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২ হাজার টাকা এবং একই এলাকায় অবস্থিত শামীম উদ্দীনের হার্ডওয়্যারের দোকানে নিবন্ধন না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়াও উপজেলার চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় থেকে পাইলিং মোড় পর্যন্ত মহাসড়কের পাশে অবস্থিত সকল কাঠ কারখানা সমূহকে আগামী ৭ দিনের মধ্যে নিজস্ব এলাকায় সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা পৃথিবী সংবাদকে বলেন, আমরা আজ নিবন্ধন না থাকা সহ কয়েকটি অপরাধে ২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করেছি এবং কয়েকটি কাঠ কারখানায় সতর্কতা জারি করেছি । আইন ভঙ্গ ও অস্বচ্ছতা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।