নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রায়ত্ত ২৫ টি পাটকল বন্ধসহ স্বাস্থ্যখাতে লুটপাট, দুর্নীতি ও মানুষের জীবন নিয়ে ব্যবসা বন্ধের দাবিতে ‘ধিক্কার দিবস’ পালন করার সময় বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি-সিপিবি’র দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বেলা সাড়ে ১১টার সময় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠান চলাকালীন তাদের আটক করা হয়।
আটক ওই দুই নেতা সিপিবি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য ও সাবেক সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য কামাল উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান আটকের বিষয়ে জানান,‘প্রশাসনিক অনুমোদন ছাড়াই অনুষ্ঠান করায় তাদের আটক করা হয়।’ তবে সিপিবি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল সেন্টু জানান,‘ এটি কেন্দ্রীয় প্রোগ্রাম। এখানে অনুমোদন নেওয়ার কিছুই নাই। পুলিশ অন্যায়ভাবে অনুষ্ঠান চলাকালে নেতাদের আটক করেছে ।