কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন এলাকার মহানন্দা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এর সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব মো. হারুনুর রশীদ হারুন।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেবীনগর ইউনিয়নের তড়পাঘাট ও একই ইউনিয়নের হড়মা এলাকাযর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আওয়াল আলী প্রমুখ।
ভাঙন এলাকা পরিদর্শনের সময় এ পরিস্থিতি মোকাবেলা করতে যা যা করা দরকার তা করবেন বলে আশ্বাস প্রদান করেন হারুনুর রশিদ এমপি ।