আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজসেবা এগিয়ে চলে

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন ও শ্রেষ্ঠ বিভাগীয় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান।

 

পৌর  সমাজকর্মী সামসুল করীমের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম। সভায় বক্তব্য দেন, অ্যাডাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রতিবন্ধী সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মুনিরা খাতুন, হিজরা জনগোষ্ঠীর নেত্রী বতিতা, হিজরা প্রতিনিধি শিলা, বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ এর নির্বাহী পরিচালক মুনজুরুল ইসলাম খান বাবুসহ অন্যান্যরা।

 

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম বলেন, জেলায় মোট ২৫ হাজার  ৪৯৯ জন বিভিন্ন প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে ১১হাজার শারীরিক প্রতিবন্ধী রয়েছে। সমাজের পিছিয়ে পড়া এসব জনগোষ্টীর জন্য জেলা সমাজসেবা অফিস হতে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :