আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজসেবা এগিয়ে চলে

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন ও শ্রেষ্ঠ বিভাগীয় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান।

 

পৌর  সমাজকর্মী সামসুল করীমের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম। সভায় বক্তব্য দেন, অ্যাডাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রতিবন্ধী সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মুনিরা খাতুন, হিজরা জনগোষ্ঠীর নেত্রী বতিতা, হিজরা প্রতিনিধি শিলা, বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ এর নির্বাহী পরিচালক মুনজুরুল ইসলাম খান বাবুসহ অন্যান্যরা।

 

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম বলেন, জেলায় মোট ২৫ হাজার  ৪৯৯ জন বিভিন্ন প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে ১১হাজার শারীরিক প্রতিবন্ধী রয়েছে। সমাজের পিছিয়ে পড়া এসব জনগোষ্টীর জন্য জেলা সমাজসেবা অফিস হতে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :