চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৯ জন ।
২৭ জুন শনিবার ঢাকা ও রাজশাহী থেকে দু’দফায় ৮৪টি নমুনার ফল পাওয়া যায়। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন সনাক্ত পাঁচ জনের ৪ জন হচ্ছে সদরের ও ১জন শিবগঞ্জ উপজেলার। সদরের ৩ জন পুরুষ ও ১জন নারী। শিবগঞ্জের ১জন পুরুষ।
সিভিল সার্জন বলেন, জেলায় সনাক্ত ৯৯ জনের মধ্যে ৫৭ জনকে ইতিমধ্যে সুস্থ ঘোষণা করা হয়েছে। শনিবার নাচোলের ৩ জনকে সুস্থ ঘোষণা করা হয়। ফলে এ পর্যন্ত সুস্থ ঘোষিত হয়েছেন সদরের ২৫ জন, শিবগঞ্জে ১০ জন, গোমস্তাপুরে ৭জন, নাচোলে ১১ জন ও ভোলাহাট উপজেলার ৪ জন।
জেলায় আরও কয়েকজন রয়েছেন সুস্থতার পথে। ফলে জেলায় এখন চিকিৎসাধীন রোগি সংখ্যা ৪২। এর মধ্যে সদরে ১১জন, শিবগঞ্জে ৭জন, গোমস্তাপুরে ১৩জন, নাচোলে ৩জন ও ভোলাহাটে ৮ জন রোগি রয়েছেন।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় সনাক্ত ৯৯ জনের মধ্যে সদরের ৩৬, শিবগঞ্জের ১৭,গোমস্তাপুরের ২০,নাচোলের ১৪ ও ভোলাহাটের ১২ জন রয়েছেন।
জানা গেছে, জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৯টি নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফল পাওয়া গেছে ২ হাজার ৮২৮ টি নমুনার। এর মধ্যে পজিটিভ ফল এসেছে ৯৯টি। নেগেটিভ ফল এসেছে ২ হাজার ৭২৯টি নমূনার। এখনও ফল আসেনি ১৮১টি নমুনার।
এ ছাড়াও জেলাব্যাপী নমুনা সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। জেলায় এ পর্যন্ত সনাক্তদের বেশিরভাগই উপসর্গহীন। সুস্থদের প্রায় সকলেই বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন। বর্তমান রোগিদের বেশিরভাগই নিজ আবাসস্থলে কোয়ারান্টাইনে রয়েছেন ও ভাল আছেন। জেলায় এখন কেউ আইসোলেশনে নেই ও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি ।