ডেস্ক রিপোর্ট : দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ লুটপাট সহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন জেলার একজন বিক্ষুব্ধ ঠিকাদার । অভিযোগকারী প্রোপ্রাইটর অব মেসার্স আকবর খান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আকবর খান সোহেল স্বাক্ষরিত এক অভিযোগ সূত্রে জানা যায় এসব অভিযোগের কথা । মো: আকবর খান সোহেল বলেন, দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন কর্মকর্তা স্বজনপ্রীতি ও দুর্নীতি করে কেবলমাত্র একজন ঠিকাদারকে কাজ প্রদান করে আসছেন । এছাড়াও বিভিন্ন প্রকল্প পুরোপুরি আত্নসাৎ সহ বিভিন্নভাবে অর্থ লুটপাট করেছে তারা, যার ফলে সরকারি রাজস্বখাত অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে । বিভিন্ন কাজের টেন্ডার প্রদানকালে অবৈধভাবে ও কৌশলে অনেক টাকা ঘুষের বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষনা করে কেবলমাত্র একটি প্রতিষ্ঠানকে টেন্ডার প্রদান করা এবং চাঁপাইনবাবগঞ্জ পাউবো কলোনীর মধ্যে বিভিন্ন পুরাতন মেশিন, মোটরসাইকেল ও পুরাতন পাইপ সহ লক্ষ লক্ষ টাকার সম্পত্তি গোপনে নিলাম দেখিয়ে নামমাত্র মূল্যে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও করেন তিনি । তিনি আরো বলেন, পাউবো’র মহাপরিচালক সহ দুদক ও বিভিন্ন দপ্তরে প্রদানকৃত দরখাস্তে উল্লিখিত অভিযোগ সমূহ ছাড়াও আরো অসংখ্য অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত করলেই বের হবে ।
এসকল বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহেদুল আলম জানান, নিয়মানুযায়ীই আমরা অনলাইনের মাধ্যমেই সকল টেন্ডার প্রদান করেছি । কোন প্রকার আনৈতিক অর্থ লেনদেনের সাথে আমাদের কোন সম্পর্ক নেয় । ব্যক্তিস্বার্থে ব্যাঘাত ঘটলে অনেকেই অনেক অভিযোগ দিতেই পারে । যেহেতু বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে, সেহেতু সংশ্লিষ্ট দপ্তর সেসব অভিযোগ তদন্ত করবে এটাই স্বাভাবিক ।