মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন

বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোকের আদেশ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা বিভিন্ন স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। অপরদিকে দুই দেশে থাকা তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

জব্দ ও অবরুদ্ধের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে বেনজীরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের ৪ লক্ষ ৩০ হাজার ডলারের অস্থাবর সম্পদ, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বেনজিরের নামে দুই হিসাব এবং মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুইটি হিসাব।

দুদকের আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তার বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লক্ষ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন যা অনুসন্ধানাধীন।

তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয়া প্রয়োজন।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com