মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে ঋণের টাকা পরিশোধ করে ছিনতাই নাটক সাজানোর অভিযোগ

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১:৩৬ অপরাহ্ন

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঋন নেয়া টাকা পরিশোধ করার পরে ছিনতাই এর নাটক সাজিয়ে ঋন দাতাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর নামক স্থানে । অভিযোগ উঠেছে, গত ২০১৮ সালে শিবগঞ্জ পৌর এলাকার কদমতলা এলাকার মৃত আব্দুল মজিদের স্ত্রী সাহেলা বেগম এর নিকট থেকে পার্শ্ববর্তী দেওয়ান জাইগীর এলাকার মরিয়ম বেগম স্ট্যাম্পে লিপিবদ্ধ করে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং একটি জমির দলীল বন্ধক রেখে ৭০ হাজার টাকা ঋণ নেয় । পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিতে মরিয়ম বেগম বিভিন্ন টালবাহানা ও শারীরিক ভাবে লাঞ্চিত করে । অবশেষে গত ২৪ আগস্ট দুপুর ২ টায় ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিয়ে আমাকে ৫০ হাজার টাকা পরিশোধ করবে বলে আমাকে ডেকে নিয়ে যায় এবং টাকা উত্তোলনের পর মাত্র ১০ হাজার টাকা পরিশোধ করবে বলে জানায় । তখন আমরা ৫০ হাজার টাকা আদায় করতে চাইলে উপস্থিত অনেকের সামনে ৪০ হাজার টাকা গুনে পরিশোধ করে । কিন্তু পরবর্তীতে হঠাত শুনতে পাই যে, আমাদের বিরুদ্ধে নাকি ছিনতাই এর অভিযোগ করেছে । এদিকে মরিয়ম বেগম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সাহেলা বেগম এর নিকট থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম যার মধ্যে বিভিন্ন ভাবে ৪২ হাজার টাকা আগেই পরিশোধ করেছি । এখন তারা আমার কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে । বিষয়টি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী শামীম রেজা জানান, আমি একত্রে কিছু লোকজন দেখে ঘটনাস্থলে গিয়ে দেখি মাহিন নামের এক ব্যক্তি মরিয়ম নামীয় এক মহিলার নিকট থেকে ৪০ হাজার টাকা নিজ হাতে গুনে সাহেলা বেগম কে দিয়েছে । বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, তাদের উভয়ের মাঝে আগে থেকে টাকা লেনদেনের ঘটনা রয়েছে । বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com