আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

করোনায় শিবগঞ্জে বাড়ি ভাড়া মওকুফ করলেন আহমদ আলী রিকো

হাবিবুল বারি হাবিব : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ কোচিং সেন্টারগুলো। এতে বাড়ি ভাড়া নিয়ে বিপাকে পড়েছে ভাড়া নিয়ে চালানো প্রাইভেট প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের মালিকরা। করোনার এই প্রাদুর্ভাবের সময় কোচিং সেন্টারের জন্য ভাড়া নেয়া বাড়ির ভাড়া মওকুফ করলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহাজন পাড়ার আহমদ আলী রিকো।

এ বিষয়ে বাড়ির মালিক আহমদ আলী রিকো বলেন, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কোচিং সেন্টার সহ অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমার বাড়িতেও আব্দুর রাজ্জাক নামের একজন শিক্ষক ভাড়া নিয়ে “ব্রাইট স্টার প্রাইভেট সেন্টার” নামে একটি কোচিং সেন্টার চালাতেন। বর্তমানে সেটি বন্ধ থাকায় বাড়ি ভাড়া পরিশোধে উনার কষ্ট হবে বলে অনুরোধ করলে আমি আপাতত ১ মাসের ভাড়া মওকুফ করেছি। এমন অবস্থা চলমান থাকলে সামনেও মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেব।

এদিকে ব্রাইট স্টার প্রাইভেট সেন্টারের পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, করোনা ভাইরাসের শুরু থেকেই আমার এই সেন্টারটি বন্ধ রয়েছে। বন্ধ অবস্থায় ছাত্র-ছাত্রীদের বেতন না পেয়ে বাড়ি ভাড়া পরিশোধ করা খুব কষ্টসাধ্য ছিল। বাড়ির মালিক আমার ১ মাসের ভাড়া মওকুফ করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমি উনার নিকট দাবী জানাই যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কেটে গিয়ে যত দিন কোচিং শুরু করতে না পারছি ততোদিন যেন বাড়ি ভাড়া মওকুফ করে দেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :