হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ মাদকসেবীকে ৩ দিনের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে । আটক ও দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কানসাট বিশ্বনাথপুর এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল হাই । মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ কানসাট বিশ্বনাথপুর এলাকা থেকে মাদক সেবনকালে তাকে আটক করা হয় । এরপর শিবগঞ্জে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন তাকে এই দন্ড প্রদান করেন । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, আমাদের নিয়মিত অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের বিষয়ে জানতে পেরে বিকেল ৪ টায় আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করি । এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আসামীকে ৩ দিনের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন । মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে ।
শিবগঞ্জে মাদকসেবীর ৩ দিনের জেল ও ২ হাজার টাকা জরিমানা
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 29 April 2020, সময় : 9:39 AM
আপনার মতামত দিন :