হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বেগুনের বাজারে যেন লেগেছে আগুন। মঙ্গলবার ২৮ এপ্রিল শিবগঞ্জ বাজার তরকারি পট্টিতে সরেজমিনে গিয়ে দেখা যায় তার চিত্র। কিছুদিন আগে যেখানে প্রতি কেজি বেগুনের দাম ছিলল ২৫-৩০ টাকা, মাত্র কয়েক দিনের ব্যবধানে এখন তা বেড়ে হয়েছে ৭০-৮০ টাকা। হঠাত বেগুনের দাম এতটা বেড়ে যাওয়ার বিষয়ে বিক্রেতারা বলেন, নতুন করে বেগুনে পোকার আক্রমন ও বর্ষার কারনে অনেক বেগুন গাছ এবং ফুল ও ফল নষ্ট হয়ে যওয়ায় বেগুনের উৎপাদন ও আমদানী অনেকটাই কমে গেছে। যার ফলে দামও বেড়েছে অনেক।
শিবগঞ্জে বেগুনের বাজারে আগুন -পৃথিবী সংবাদ
সংবাদ ক্যাটাগরি : অর্থনীতি || প্রকাশের তারিখ: 28 April 2020, সময় : 2:21 PM
আপনার মতামত দিন :