আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান

ডেস্ক রিপোর্ট : সোমবার ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জেলার সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, রহনপুর স্টেশন বাজারের মুদি দোকানগুলোতে কোন মূল্য তালিকা নেই এবং মূল্যের অসামঞ্জস্যতা লক্ষ করা গেছে। এ ছাড়াও সব দোকানেই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার নেই। তিনি আরো জানান, এসব কারণে মূল্যে কারসাজি করার সুযোগ থেকে যায়। যার ফলে দোকান মালিকগণ একই পণ্যে ভিন্নভিন্ন মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন।

অভিযানে এসব নিয়ম না মানার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই স্টোর, ভাই ভাই-২ ও রিপন স্টোরকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাত করণের অপরাধে রফিকুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১১ হাজার টাকা।

জহিরুল ইসলাম আরো জানান, এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক মূল্যে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়েও সচেতন করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও রহনপুর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত ছিলেন। জেলায় ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :