ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় দৈনিক পত্রিকা বিশ্ব মানচিত্র ও দৈনিক জাগো জনতা’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. হাসান আলী। মঙ্গলবার সকালে সদর উপজেলার মহারাজপুর বিশ্বাসপাড়া ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে সমাজের অসহায়, অসচ্ছল, পিছিয়ে পড়া, কর্মহীন শতাধিক পরিবারের মাঝে তিনি এসব বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও আধা লিটার সরিষার তেল। এবিষয়ে সাংবাদিক হাসান আলী বলেন, দেশের এই পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে শতাধিক প্রতিবেশী কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দিয়েছি। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। খাদ্যসামগ্রী বিতরণের সময় ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান সাংবাদিক হাসান আলী।
চাঁপাইনবাবগঞ্জে কর্মহীনদের মাঝে সাংবাদিক হাসানের খাদ্যসামগ্রী বিতরণ
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 22 April 2020, সময় : 6:21 PM
আপনার মতামত দিন :