আজ শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান «» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ভিন্নভাবে করোনা রোগীর পাশে দাঁড়ালো মধুমতি

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত নারায়ণগঞ্জ ফেরৎ একজন করোনা রোগী সনাক্ত করা হয়। তিনি পৌর এলাকার বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জজকোর্টের এমএলএসএস। গত ১৫ এপ্রিল তিনি ট্রাকযোগে নারায়ণগঞ্জ হতে নিজ বাড়ী আসলে স্থানীয় প্রশাসন তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠান। এর পর ২০ এপ্রিল তার করোনা পজেটিভ হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের তরুন উদ্যোক্তা এবং মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ফোনে যোগাযোগ করেন ওই করোনা রোগীর সঙ্গে। এসময় তিনি স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিবারের সমস্ত খাবারের দায়িত্ব নিতে নিতে চান। এসময় রোগী তার চাহিদামত খাবারের তালিকা দেন। তার চাহিদা অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চরমোহনপুর গ্রামের বাড়ীর সামনে গিয়ে ডালি ভর্তি খাবার দিয়ে আসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো.তারেক রহমান।

এসময় মাসুদ রানা ফোনে রোগীর সঙ্গে কথা বলে সাহস যোগান এবং চাহিদামত আরও প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়ার আশ্বাস দেন। খাবারের ডালিতে দেয়া হয়, আপেল,কিসমিস, মাল্টা, কমলা, খেজুর, হাঁসের ডিম, বিস্কুট ও হ্যান্ড স্যানিটারিজ সামগ্রী। এর আগেও মাসুদ রানা করোনায় চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় পাঁচ লাখ টাকা বিতরণ করেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :