ডেস্ক রিপোর্ট : সম্প্রতি মরনঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ সহ সারা পৃথিবী স্থবির হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন পেশাজীবিরা । বিশেষ করে নিম্নবিত্ত দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, মিস্ত্রী ও বিভিন্ন কল কারখানার শ্রমিকরা একেবারেই অসহায় হয়ে পড়েছে । পেটের খাবার টুকুও জোগাড় নেই তাদের বাড়িতে ।
এমন সময় ভ্যানে করে দরিদ্রদের মাঝে সবজি বিতরণের দৃষ্টান্ত রাখলো শিবগঞ্জ কানসাটের কয়েকজন যুবক । চাঁপাইনবিবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ইসমাইল হোসেন, গোলাম আজম ,পরশ, ওয়াহিদুজ্জামান, আব্দুল আহাদ সহ আরো স্থানীয় ছাত্ররা রবিবার কানসাটের বিভিন্ন এলাকায় ১০০ পরিবারের মাঝে বিনামূল্যে করোল্লা বিতরণ করে ।