ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালো সেবা গ্রাম উন্নয়ন সংস্থা। রবিবার ৫ এপ্রিল ২০২০ সকালে সেবা গ্রাম উন্নয়ন সংস্থার রানীহাটি প্রধান কার্যালয়ের উদ্যোগে স্থানীয় নাপিত, মুচি, ভ্যান চালক, রিক্সা চালক, বিধবা ও দিনমজুর সহ বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে সংগঠনটি। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস, সেবা গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও পরিচালক মোঃ শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস সকলকেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর উপর ভরসা, প্রভুর উপাসনা ও সরকারের সার্বিক দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
শিবগঞ্জে সেবা’র উদ্যোগে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 5 April 2020, সময় : 6:37 PM

আপনার মতামত দিন :