নিজস্ব প্রতিবেদক : আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের মার্চ। বাংলাদেশের প্রতিটি জনপদে ছিল পাকিস্তানি শোষকদের অত্যাচারের নিশানা, ভবিষ্যতের স্বপ্ন ঘিরে শঙ্কা এবং জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর মরিয়া মনোভাব। ৭ মার্চে তিল ধারণের ঠাঁই ছিল না তৎকালীন রেসকোর্স ময়দানে।
সেই ঐতিহাসিক ৭ ই মার্চেরর ভাষন উপলক্ষে আদিনা ফজলুল হক সরকারি কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদিনা ফজলুল হক সরকারি কলেজের হল রুমে সকল বিভাগের ছাত্র- ছাত্রী, শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো: অলিউর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমারুল ইসলাম, ইংরেজী বিভাগ। শফিকুল ইসলাম, দর্শন বিভাগ, জিয়াউল রহমান, ইতিহাস বিভাগ ও গোলাম কিবরিয়া, বাংলা বিভাগ ।
এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষন সম্পর্কে বিভিন্ন আলোচনা পেশ ও বঙ্গবন্ধুরর আদর্শের সোনার বাংলা গড়তে সবাইকে উদ্বুদ্ধ করেন ।