মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্ক হার কমানো নিয়ে দেশটির সঙ্গে আরেক দফা আলোচনা করতে চায় বাংলাদেশ সরকার। এজন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

গত ৯ থেকে ১১ জুলাই মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করে রোববার দেশে ফিরেছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বাধীন দল। এ উপলক্ষে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ে আলোচনা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং দেশটি যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে। এ সময় সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দেননি বাণিজ্য উপদেষ্টা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপনীয়তার চুক্তি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, অ্যাপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সানেমের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম রায়হান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, র‍্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

গত ২ এপ্রিল বিশ্বের ৬০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়  যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ৭ এপ্রিল তিন মাসের জন্য তা স্থগিত করা হয় যার মেয়াদ ছিল ৯ জুলাই পর্যন্ত। তবে ৮ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের পণ্য আমদানিতে তারা ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com