মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

অস্থিরতার সমাধানের পথ রাজনৈতিক ঐক্য: ড. কামাল

সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে, তা সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক ঐক্য। এই ঐক্যের ভিত্তি হচ্ছে আমাদের জাতীয় চেতনা, যা ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান এবং ২৪-এর গণঅভ্যুত্থান।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আয়োজিত এক স্মরণসভায় সভাপতির লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে কামাল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

কামাল হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বিগত ৫৩ বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন করতে পারিনি। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিন জোটের যে রূপরেখা প্রণীত হয়েছিল, তা পরবর্তীতে রাজনৈতিক অনৈক্যের কারণে বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার ফলে জুলাই-২৪ একটি রক্তাক্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। এ ক্ষেত্রে জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশ গড়ার কাজে তারুণ্যের এই শক্তিকে যেমন কাজে লাগাতে হবে, তেমনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয়- সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এ কথাও সত্য গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদের প্রধান কাজ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তবে গণঅভ্যুত্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা উপেক্ষা করারও কোনও সুযোগ নেই। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে দক্ষতার সঙ্গে বিষয়গুলো সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের শরীফ নূরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম, গণফোরামের এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, এবি পার্টির দিদারুল আলম, ভাসানী জনশক্তি পার্টির আবদুল কাদের প্রমুখ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com