ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জেলার পাঁচটি উপজেলার মধ্যে বৃহত্তম । বিশাল এই উপজেলার কয়েক লক্ষ মানুষ দীর্ঘ প্রায় ৫ মাস যাবৎ জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত । কিন্তু গত ১৩ অক্টোবর ২০১৯ পদোন্নতি জনিত কারনে এই উপজেলার কর্তব্যরত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বদলি হয়ে যান । তারপর থেকে পদটি শূন্য হয়ে যায়, যদিও ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । কিন্তু বিশাল এই উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের সাথে সাথে এসিল্যান্ডের দায়িত্ব পালনে তিনিও যেন হিমশিম খাচ্ছিলেন । ফলে জমি খারিজ সহ অন্যান্য কাজের গতি কমে যাওয়ায় দিন দিন ভোগান্তি বাড়তে থাকে সেবাগ্রহীতাদের । এমনকি বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত অনেক রোগীর স্বজনরা জমির খারিজের অভাবে বিক্রি করতে না পারায় দেশের বাইরে চিকিৎসা করাতে বিলম্ব হয়েছে বলেও জানা যায় । গতকাল ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার উপজেলার বিশাল এই জনগোষ্ঠীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এসিল্যান্ড পদে যোগদান করেছেন আরিফা সুলতানা । কিন্তু তিনি যোগদান করলেও আরো ১ মাস ১৫ দিন সেবা দিতে পারছেন না উপজেলা বাসীকে । কেননা আজই তিনি ঢাকায় চলে যাচ্ছেন দীর্ঘ ১ মাসের প্রশিক্ষণ ও ১৫ দিনের অ্যাটাচমেন্টে । এবিষয়ে জানতে চাইলে উপজেলার নব যোগদানকারী এসিল্যান্ড আরিফা সুলতানা পৃথিবী সংবাদ কে বলেন, শিবগঞ্জ উপজেলায় যোগদান করলেও আমি আরো দেড় মাস সেবা দিতে পারছিনা, কারন ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মাসের প্রশিক্ষণ এবং ১৫ দিনের অ্যাটাচমেন্টে আমাকে ঢাকা চলে যেতে হচ্ছে । দেড় মাস পরেই আবার অফিসে যোগদান করতে পারব ।
দীর্ঘ প্রতীক্ষার পর শিবগঞ্জে যোগদান করলেন নতুন এসিল্যান্ড
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 21 February 2020, সময় : 6:57 AM
আপনার মতামত দিন :