নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে এবার বৃক্ষ রোপণে ব্যস্ত সময় পার করছেন পাঠাগারের পরিচালক নাহিদুজ্জামান । দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলা সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগীতা করে আসছেন এই নাহিদুজ্জামান । সমাজের সুবিধাবঞ্চিত এবং অসহায় শিক্ষার্থীদের বই বিতরণ ও শিক্ষা উপকরণ প্রদান সহ নিয়মিত পড়া লিখার ব্যবস্থা স্বরুপ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে একটি পাঠাগারও প্রতিষ্ঠা করেছেন তিনি । বর্তমানে এই পাঠাগারের ব্যানারেই বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের সহযোগীতায় ভূমিকা রাখছেন তিনি । জানতে চাইলে নাহিদুজ্জামান বলেন, পৃথিবীতে নিজের জন্য সবাই অনেক কিছুই করতে পারে । কিন্তু অন্যের জন্য কিছু করার মানসিকতা অধিকাংশ মানুষেরই থাকে না । আমি নিজের জন্য যতটুকু করা দরকার ঠিক ততোটুকুই করে বাকি সময়টুকু অন্যের জন্য বিলিয়ে দিতে চাই । সমাজের মানুষের জন্য কিছু করতে পারাটা আমার কাছে অনেক আনন্দের । আমি এর বিনিময়ে সকলের দোয়া ও ভালবাসা চাই । এসময় শান্তি নিবিড় পাঠাগারকে আরও সমৃদ্ধ ও এর মাধ্যমে সমাজের মানুষের পাশে আরও ভালভাবে দাঁড়াতে সকলের দোয়া কামনা করেন নাহিদুজ্জামান ।
শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 27 December 2024, সময় : 11:32 PM
আপনার মতামত দিন :