আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: হাসান আলীর বিরূদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে তার বিচার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ সকালে মাদরাসা প্রাঙ্গন ও এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা । এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসেও অধ্যক্ষের বিচার দাবী করে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ । বিচার দাবীকরা শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের অবহেলা ও স্বেচ্ছাচারীতার কারনে মাদরাসার পুরো ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে । শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত হচ্ছে না । এতে মাদরাসার শিক্ষার মান হুমকির মধ্যে পড়েছে । এছাড়াও মাদরাসার জমি বিক্রয়লব্ধ মোটা অংকের টাকা আত্নসাৎ করার অভিযোগ এনে শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, এত টাকা আয় হলেও এখন পর্যন্ত মাদরাসার শ্রেণীক্ষে হোয়াইট বোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম  নেই । অবকাঠামো সংস্কার ও উন্নয়নের কথা বলে গত ১৫ বছরে মাদরাসায় নিয়োগপ্রাপ্ত সকলের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করলেও মাদরাসার কোন কাজই করেননি এই অধ্যক্ষ । এসময় গত ১৫ বছরে মাদরাসার আয় ও ব্যয়ের হিসাব বুঝিয়ে নেয়ারও দাবী তোলেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা । আন্দোলনের অংশ হিসেবে প্রায় এক সপ্তাহ যাবত ক্লাশও বর্জন করেছে অত্র মাদরাসার শিক্ষার্থীরা । তারা আরো জানান, আমরা অধ্যক্ষের সাথে বসে বিষয়গুলো সমাধানের বারবার চেষ্টা করলেও তিনি উপস্থিত না হয়ে বরং আমাদের গ্রেপ্তারের হুমকি দেয়ায় আমরা তার বিচার দাবী করছি । এসকল বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো: হাসান আলী মুঠোফোনে বলেন, ছাত্র-ছাত্রীরা কোমলমতি । তাদের এখনও এতকিছু বোঝার বয়স হয়নি । তাদেরকে সংঘবদ্ধ করে ও উস্কানি দিয়ে শিক্ষকরাই এই আন্দোলন করাচ্ছে । এদিকে মাদরাসায় দীর্ঘদিন অনুপস্থিতির কারন জানতে চাইলে অসুস্থতার কারনে ছুটিতে আছেন বলে জানান তিনি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :