আজ বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান «» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ

রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: হাসান আলীর বিরূদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে তার বিচার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ সকালে মাদরাসা প্রাঙ্গন ও এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা । এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসেও অধ্যক্ষের বিচার দাবী করে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ । বিচার দাবীকরা শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের অবহেলা ও স্বেচ্ছাচারীতার কারনে মাদরাসার পুরো ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে । শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত হচ্ছে না । এতে মাদরাসার শিক্ষার মান হুমকির মধ্যে পড়েছে । এছাড়াও মাদরাসার জমি বিক্রয়লব্ধ মোটা অংকের টাকা আত্নসাৎ করার অভিযোগ এনে শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, এত টাকা আয় হলেও এখন পর্যন্ত মাদরাসার শ্রেণীক্ষে হোয়াইট বোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম  নেই । অবকাঠামো সংস্কার ও উন্নয়নের কথা বলে গত ১৫ বছরে মাদরাসায় নিয়োগপ্রাপ্ত সকলের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করলেও মাদরাসার কোন কাজই করেননি এই অধ্যক্ষ । এসময় গত ১৫ বছরে মাদরাসার আয় ও ব্যয়ের হিসাব বুঝিয়ে নেয়ারও দাবী তোলেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা । আন্দোলনের অংশ হিসেবে প্রায় এক সপ্তাহ যাবত ক্লাশও বর্জন করেছে অত্র মাদরাসার শিক্ষার্থীরা । তারা আরো জানান, আমরা অধ্যক্ষের সাথে বসে বিষয়গুলো সমাধানের বারবার চেষ্টা করলেও তিনি উপস্থিত না হয়ে বরং আমাদের গ্রেপ্তারের হুমকি দেয়ায় আমরা তার বিচার দাবী করছি । এসকল বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো: হাসান আলী মুঠোফোনে বলেন, ছাত্র-ছাত্রীরা কোমলমতি । তাদের এখনও এতকিছু বোঝার বয়স হয়নি । তাদেরকে সংঘবদ্ধ করে ও উস্কানি দিয়ে শিক্ষকরাই এই আন্দোলন করাচ্ছে । এদিকে মাদরাসায় দীর্ঘদিন অনুপস্থিতির কারন জানতে চাইলে অসুস্থতার কারনে ছুটিতে আছেন বলে জানান তিনি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :