আজ বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান «» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ

উপজেলাবাসীর অশ্রুজলে বিদায় নিলেন শিবগঞ্জের ইউএনও

হাবিবুল বারি হাবিব  : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাসীর অশ্রুজলে বিদায় নিলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত । সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ বদলি জনিত কারনে দীর্ঘ প্রায় ২ বছর দায়িত্ব পালন শেষে শিবগঞ্জ উপজেলা থেকে বিদায় নিতে হয় এই কর্মকর্তাকে । এর আগে গত ৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপণের মাধ্যমে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয় । তারই প্রেক্ষিতে আজ ১১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানালে অশ্রুজলে বুক ভাসায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । জানা যায়, দায়িত্ব পালনকালে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তার কার্যক্রমের মাধ্যমে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হোন এই নির্বাহী কর্মকর্তা । প্রয়োজন সাপেক্ষে “যেমন কঠিন, তেমন নরম” বলেই তাকে চিনতো উপজেলার মানুষ । যে কোন সমস্যায় সকল শ্রেণী পেশার মানুষের সরাসরি কথা বলার অবাধ সুযোগ ছিল তার কাছে । এছাড়া সময়ের মধ্যে প্রতিশ্রুত সকল কাজ শেষ করার বিষয়টি মোহিত করতো সকলকেই । এমনকি রাতের বেলা প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের দৃষ্টান্তও রয়েছে এই কর্মকর্তার । সব মিলিয়ে এমন এক নির্বাহী কর্মকর্তার বিদায় যেন কোনভাবেই মেনে নিতে পারছিলেন না উপজেলার সাধারণ মানুষ । হঠাত বদলির আদেশ আসার পর থেকেই প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপজেলা চত্বর ও তাঁর বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করে বিদায়ের পূর্বে একটু সাক্ষাত করতে । এমন সময়ে ডুঁকরে ডুঁকরে কাঁদতে দেখা যায় অনেককেই । একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাতে এত মানুষের সমাগম এবং প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়ার এমন দৃশ্য যেন প্রথম দেখলো উপজেলা বাসী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :