হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাসীর অশ্রুজলে বিদায় নিলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত । সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ বদলি জনিত কারনে দীর্ঘ প্রায় ২ বছর দায়িত্ব পালন শেষে শিবগঞ্জ উপজেলা থেকে বিদায় নিতে হয় এই কর্মকর্তাকে । এর আগে গত ৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপণের মাধ্যমে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয় । তারই প্রেক্ষিতে আজ ১১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানালে অশ্রুজলে বুক ভাসায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । জানা যায়, দায়িত্ব পালনকালে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তার কার্যক্রমের মাধ্যমে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হোন এই নির্বাহী কর্মকর্তা । প্রয়োজন সাপেক্ষে “যেমন কঠিন, তেমন নরম” বলেই তাকে চিনতো উপজেলার মানুষ । যে কোন সমস্যায় সকল শ্রেণী পেশার মানুষের সরাসরি কথা বলার অবাধ সুযোগ ছিল তার কাছে । এছাড়া সময়ের মধ্যে প্রতিশ্রুত সকল কাজ শেষ করার বিষয়টি মোহিত করতো সকলকেই । এমনকি রাতের বেলা প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের দৃষ্টান্তও রয়েছে এই কর্মকর্তার । সব মিলিয়ে এমন এক নির্বাহী কর্মকর্তার বিদায় যেন কোনভাবেই মেনে নিতে পারছিলেন না উপজেলার সাধারণ মানুষ । হঠাত বদলির আদেশ আসার পর থেকেই প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপজেলা চত্বর ও তাঁর বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করে বিদায়ের পূর্বে একটু সাক্ষাত করতে । এমন সময়ে ডুঁকরে ডুঁকরে কাঁদতে দেখা যায় অনেককেই । একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাতে এত মানুষের সমাগম এবং প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়ার এমন দৃশ্য যেন প্রথম দেখলো উপজেলা বাসী ।
উপজেলাবাসীর অশ্রুজলে বিদায় নিলেন শিবগঞ্জের ইউএনও
সংবাদ ক্যাটাগরি : অন্যান্য || প্রকাশের তারিখ: 12 December 2023, সময় : 12:02 AM
আপনার মতামত দিন :