নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়ায় আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া (মাদরাসা)’র স্থায়ী ক্যাম্পাসে নুরানি বিভাগের বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ সকালে আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার স্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আবুল কালামের পরিচালনায় ও প্রতিষ্ঠান সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মোশাররফ হোসাইন, ভাইস চেয়ারম্যান, কালচারাল গ্রুপ অব পর্তু, পর্তুগাল ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রাহিম এবং বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম ও আলহেরা হিফজ বিভাগের সেক্রেটারি আলহাজ্ব মুসলিম উদ্দিন সর্দার । এসময় অত্র প্রতিষ্ঠানের নুরানী ও হেফজ বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । শেষে নূরানি বিভাগের প্রধান মাওলানা আতিকুল ইসলাম এর সমাপনী বক্তব্য, দোয়া ও আপ্যায়ন এবং নূরানি ও হিফয বিভাগের নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের মধ্যে প্লে-ক এর বায়েজিদ, প্লে-খ এর সিফাত, নার্সারী এর মুসলেমা, প্রথম শ্রেণির আরাফাত, দ্বিতীয় শ্রেণির সমির, হিফজের সামিয়া জান্নাত, নাযেরার আখি জান্নাত, আমপারার খাদিজা-২ জান্নাত ও কায়দার মারিয়া জান্নাত এর পবিত্র হাত দিয়ে নুরানী বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয় ।
শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
সংবাদ ক্যাটাগরি : ক্যাম্পাস || প্রকাশের তারিখ: 16 November 2023, সময় : 11:34 PM
আপনার মতামত দিন :