আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়, সুবিধাবঞ্চিত, ঋনগ্রস্থ, দরিদ্র, আয়হীন, কর্মহীন ও বিধবা ৫৮ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে । রবিবার ১২ নভেম্বর ২০২৩ শিবগঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (P4H), যার প্রেসিডেন্ট বাংলাদেশের আমেরিকান প্রবাসী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম এর অর্থায়ন ও এসোসিয়েশনের ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (AID), যার এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো: জিয়াউল হক আদনান এর বাস্তবায়নে উপজেলার ১৫ জনকে ১ টি করে গরু, ১০ জনকে ২ টি করে ছাগল, ৮ জনকে ১ টি করে মোটরচালিত ভ্যান, ১০ জনকে মালামাল সহ ১ টি করে মুদি দোকান  ও ২৫ জন কর্মহীন নারীকে ১ টি করে সেলাইমেশিন প্রদান করা হয় । P4H এর Empowering through income generation in Bangladesh প্রকল্পের আওতায় এসব অনুদান দেয়া হয় । এসময় উপস্থিত ছিলেন প্রজেক্টস ফর ইউম্যানিটি সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার মো: আরিফ হোসাইন । এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাদৎ হোসাইন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আযম ও মাওলানা আবুল কালাম । এসময় সংস্থার স্বেচ্ছাসেবকগণ, সুবিধা গ্রহীতাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে নিজ নিজ কর্মসংস্থান পেয়ে খুশিতে আত্নহারা হয়ে ওঠে এবং নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন ৫৮ জন সুবিধাভোগী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :