আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়, সুবিধাবঞ্চিত, ঋনগ্রস্থ, দরিদ্র, আয়হীন, কর্মহীন ও বিধবা ৫৮ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে । রবিবার ১২ নভেম্বর ২০২৩ শিবগঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (P4H), যার প্রেসিডেন্ট বাংলাদেশের আমেরিকান প্রবাসী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম এর অর্থায়ন ও এসোসিয়েশনের ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (AID), যার এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো: জিয়াউল হক আদনান এর বাস্তবায়নে উপজেলার ১৫ জনকে ১ টি করে গরু, ১০ জনকে ২ টি করে ছাগল, ৮ জনকে ১ টি করে মোটরচালিত ভ্যান, ১০ জনকে মালামাল সহ ১ টি করে মুদি দোকান  ও ২৫ জন কর্মহীন নারীকে ১ টি করে সেলাইমেশিন প্রদান করা হয় । P4H এর Empowering through income generation in Bangladesh প্রকল্পের আওতায় এসব অনুদান দেয়া হয় । এসময় উপস্থিত ছিলেন প্রজেক্টস ফর ইউম্যানিটি সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার মো: আরিফ হোসাইন । এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাদৎ হোসাইন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আযম ও মাওলানা আবুল কালাম । এসময় সংস্থার স্বেচ্ছাসেবকগণ, সুবিধা গ্রহীতাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে নিজ নিজ কর্মসংস্থান পেয়ে খুশিতে আত্নহারা হয়ে ওঠে এবং নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন ৫৮ জন সুবিধাভোগী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :