কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-টু-রহনপুরগামী পাকা রাস্তার দক্ষিন পাশের রাইস মিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। অভিযানে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নাচোল উপজেলার ইসলামপুর রাইস মিল পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে মো. বাবলু (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার জানতে পারে নাচোলে মাদক বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।