বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৮:০৯ অপরাহ্ন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদনচক-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে ।
রবিবার ১৫ই অক্টোবর ২০২৩ সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: চামেলী বেগম এর সভাপতিত্বে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কর্মবীর প্রয়াত ইদ্রিশ আহমদ মিঞার দৌহিত্র ও অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিশী (কলিন্স) । এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: সাবের আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার দাস ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম  । ভবন উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রয়াত ইদ্রিশ আহমদ মিঞার অভূতপূর্ব অবদান ও তার দৌহিত্র ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিশী কলিন্স এর অবদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com