হাবিবুল বারি হাবিব : আগামী ২৮ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন । ইতিমধ্যেই এই ধাপের সকল ইউনিয়ন পরিষদে মনোনয়ন পত্র সংগ্রহ, জমা ও প্রচার প্রচারণার কাজ শুরু হয়েছে । তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো: জামাল উদ্দীন অপু । সোমবার ১লা নভেম্বর ২০২১ তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দেন । এসময় তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার মধ্যে মনাকষা একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন । এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটারদের ব্যাপক উৎসাহ ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহন করছি । ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেরই দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছেন । আমি আশাবাদী আসন্ন নির্বাচনে মনাকষার সর্বস্তরের জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ । এসময় তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বিশেষ করে বন্যাকবলিত ও বিচ্ছিন্ন ৭’ ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডবাসীর জন্য যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিতকরন ও জীবনযাত্রার মানোন্নয়ন সহ পুরো ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট সংস্কার এবং বিনামূল্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এই প্রার্থী । সেই সাথে সরকার ও প্রশাসনের সহযোগীতা নিয়ে মাদক নির্মূলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনেরও আশ্বাস দেন চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন অপু ।
মনাকষা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জামাল উদ্দীন অপু
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 1 November 2021, সময় : 8:09 PM
আপনার মতামত দিন :