আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে মানহা ইলেকট্রোনিক্স এন্ড কম্পিউটার এর শুভ উদ্বোধন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানহা ইলেকট্রোনিক্স এন্ড কম্পিউটার্স এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে । সোমবার ১লা নভেম্বর ২০২১ সকাল ১০ টায় এই উদ্বোধন ঘোষনা করা হয় । মানহা ইলেক্ট্রোনিক্স এন্ড কম্পিউটার্স এর প্রোপ্রাইটর মো: মামুন অর রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুর রহিম রানা, সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম, শিবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, শিবগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক মো: আমানুল্লাহ আমান ও শিবগঞ্জ কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা মামুন । এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে মানহা ইলেক্ট্রোনিক্স এন্ড কমাপিউটার্সের পরিচালক মামুন অর রশিদ বলেন, তথ্য প্রযুক্তির বিস্তারের ফলে বিশ্বকে যেমন হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হয়েছে, ঠিক তেমনিভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে প্রযুক্তির সকল উপকরনও আমাদের হাতের মুঠোয় পাওয়া প্রয়োজন । আর সেই প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই মানহা ইলেক্ট্রোনিক্স এন্ড কম্পিউটার্স শিবগঞ্জে নিয়ে এসেছে তথ্য প্রযুক্তির বিভিন্ন উপকরনের এক বিশাল সমাহার । ইতিপূর্বে তথ্যপ্রযুক্তিতে ব্যবহারের বিভিন্ন উপকরন পেতে শিবগঞ্জের মানুষকে জেলার বাইরে এমনকি দেশের বাইরেও যেতে হতো । কিন্তু এখন থেকে প্রযুক্তির এসব উপকরণ আমরা দিচ্ছি হাতের নাগালেই । উন্নত ও বিভিন্ন মূল্যের ল্যাপটপ, কম্পিউটার ও সিসি ক্যামেরা সহ কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ এখন থেকে শিবগঞ্জেই পাওয়া যাবে বলেও জানান তিনি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :