আজ শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ «» শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ «» পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি ইউসুফ, সম্পাদক চাঁদ «» শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান «» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা

চৌডালায় স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া হাবিব এর বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

হাবিবুল বারি হাবিব : আগামী ১১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচেছ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে এই ধাপের নির্বাচনের। প্রতীক বরাদ্দের পরপরই স্ব স্ব প্রতীক নিয়ে প্রচারণার মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রচারনায় ব্যস্ত রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম কিবরিয়া (হাবিব)। বুধবার ২৭ অক্টোবর ২০২১ বিকেলে আব্দুর রকিব ডালিম মাস্টার এর পরিচালনায় ও আলহাজ্জ হারিজুল হক এর সভাপতিত্বে চৌডালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরামপাড়ায় তার এক কর্মীসভার আয়োজন করা হয়। তবে কর্মীসভা ধীরে ধীরে বিশাল জনসভায় রূপ নেয়। এসময় উপস্থিত জনগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হাবিব বলেন, আমি চৌডালা ইউনয়নের সন্তান এবং একজন স্বতন্ত্র প্রার্থী, আমি কোন দল করি সেটা না ভেবে দলমত নির্বিশেষে আমাকে যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাহলে আগামী ১১ নভেম্বর আমাকে ভোট দিয়ে চৌডালা ইউনিয়নের অভিভাবক নির্বাচন করবেন। ইতপূর্বে বিভিন্ন বিষয়ে নি:স্বার্থভাবে চৌডালা বাসীর পাশে থাকার কথা তুলে ধরে আগামীতেও যে কোন বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে আনারস মার্কায় ভোট দেয়ার আহ্বানও জানান এই প্রার্থী। সভায় আরো বক্তব্য রাখেন আব্দুর রউফ লিটন মাস্টার, ডা: মো: কয়েস উদ্দিন, ডা: মো: আনসারুল হক, ডা: মো: আবু সাঈদ ও মো: নারুল ্বিশ্বাস সহ আরো অনেকেই। এসময় আসন্ন চৌডালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :