মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

রানীহাটিতে দাফনের ২৭ বছর পরও এক পরহেজগার মহিলার অক্ষত লাশ উদ্ধার

রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের উত্তর কৃষ্ণগোবিন্দপুর-ম্যালকারপাড়া বাইতুল সালাত জামে মসজিদের কাজ করার জন্য মাটি কাটতে গিয়ে কবরস্থ করা ২৭ বছর পরে অক্ষত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। শনিবার (২৮ আগষ্ট) বিকালে মাটি কাটার শ্রমিকরা লাশটি উদ্ধার করে ।

২৭ বছর আগে মারা যাওয়া মহিলা মৃত সাজ্জাদ মন্ডলের স্ত্রী, বাইতুল বেওয়ার অক্ষত মৃতদেহ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে । অক্ষত অবস্থায় ২৭ বছরের পুরানো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ এলাকায় বাইতুল সালাত নামে একটি মসজিদের পিলারের ব্যাস তৈরির জন্য মাটি কাটতে গিয়ে মৃতদেহ দেখতে পায় মাটি কাটার শ্রমিকরা। পরে স্থানীয়রা এসে মৃতদেহ শনাক্ত করে। শনিবার সন্ধ্যায় কৃষ্ণগোবিন্দপুর-ষড়ষড়িয়াপাড়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

মৃতদেহ শনাক্ত করে নিহতের প্রতিবেশী বৃদ্ধ ইয়াসিন আলি মোন্না, ফজর আলি মোন্না, সামসুল হক মোন্না ও মতিউর রহমান মিস্ত্রি বলেন, মৃত মহিলা একজন সৎ পরহেজগার গৃহিণী ছিলেন। তিনি পাশের মিয়াপাড়া গ্রামে পরের বাড়িতে ঝিঁয়ের কাজ করে অতি কষ্টে ছেলেদের মানুষ করেছিলেন।

প্রায় ২৭ বছর আগে ৮২ বছর বয়সে তার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলে, তাকে বাড়ির পাশেই ঐ এলাকায় দাফন করা হয়েছিলো। শনিবার নিহতের আত্মীয় ও এলাকাবাসী মসজিদ করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মাটি কাটতে গিয়ে ২৭ বছরের পুরনো বাইতুল বেওয়া নামের মহিলার এক মহিলারর মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com